মহামারী করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত সারাদেশের মানুষ। উদ্ভুত পরিস্থিতি থেকে রক্ষায় প্রতিমাসে ১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে বেসরকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। এরই অংশ হিসেবে কুমিল্লায় ৩০০ হতদরিদ্র পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দাউদকান্দি উপজেলার বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের টাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এবং বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলতাফুননেছা মায়া, গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন, বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, আধা কেজি লবণ এবং ২৫০ গ্রাম শুকনো মরিচ।
গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক ও স্বেচ্ছাসেবক টিমের সদস্য মো. লিমন হোসেন বলেন, আমরা গণস্বাস্থ্য কেন্দ্র থেকে গরিব মানুষকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছি। আমাদের একার পক্ষে সবাইকে সাহায্য করা খুব কঠিন। আমি আশা করবো আগামীতে যে যতটুকু পারে, অসহায়দের সহায়তা করার মানবিক হাতটা বাড়িয়ে দিবে।
Discussion about this post