অনলাইন ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাতে এক শোক বার্তায় এ মন্তব্য করেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আবুল মাল আব্দুল মুহিত অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মুহিতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুহিত। শ্বাসকষ্ট ও সুগার ফল্ট হয়েছিল তার। পরে পরিবারের লোকজন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
Discussion about this post