নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে ১৬ মে (সোমবার) থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্লাস কার্যক্রম। সোমবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটির পাশাপাশি সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি শেষে ১৫ তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় ১৬ মে সোমবার থেকে একাডেমিক ক্লাস কার্যক্রম শুরু হবে।
এর আগে শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। তবে ১৩ মে ও ১৪ মে (শুক্রবার, শনিবার) সাপ্তাহিক এবং ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে শুরু হবে একাডেমিক ক্লাস।
এদিকে গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকার পর সাপ্তাহিক ছুটি শেষে ৮ মে থেকে চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ। খুলে দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
Discussion about this post