শিক্ষার আলো ডেস্ক
চাকরির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষবর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শাহীন আলম।শাহীন আলম বলেন, তিনি বিভিন্ন দপ্তরে চাকরির মৌখিক পরীক্ষা দিয়েছেন। কিন্তু প্রতিবন্ধী হওয়ায় চাকরি পাচ্ছেন না। তার চাকরিটা খুবই প্রয়োজন।’
সোমবার (৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে তার নিজ এলাকা ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন শুরু করেছেন। কার্টন বিছিয়ে বসে আছেন দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম। পেছনে টাঙানো একটি ব্যানার। সেখানে লেখা রয়েছে—‘প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকধারী একজন তীব্র মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের দাবিতে আমরণ অনশন’।
মাইক্রোফোন হাতে চাকরির আবেদন জানাচ্ছেন শাহীন আলম। দাবি করছেন, তিনি বিভিন্ন দপ্তরে আবেদন করছেন কিন্তু প্রতিবন্ধী হওয়ায় চাকরি পাচ্ছেন না। যোগ্যতা অনুযায়ী তিনি একটি চাকরি চান।
শাহীন আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
লেখাপড়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন শাহীন আলম। নিজ উদ্যোগে ভারত, বাংলাদেশের প্রায় ২০০ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।
তিনি আরও বলেন, একটি চাকরি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো। তার আগে এক ফোটা পানিও পান করবো না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেষ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন শাহীন আলম।
Discussion about this post