নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের ফলে সৃষ্ট বির্পযয়ে শিক্ষার্থীদের জন্য জরুরী টেলি স্বাস্থ্যসেবা চালু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মেডিকেল সেন্টার। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সাথে সমন্বয় করে এ টেলি স্বাস্থ্যসেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মরত চিকিৎসকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে সেবা নিতে পারবে শিক্ষার্থীরা।
টেলি স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা মেডিকেল সেন্টারের ডাক্তারদের সাথে বিষয়টি নিয়ে কথা বললে তারা সম্মতি দেন। আমরা তাদের সব বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।’
টেলি স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান বলেন, ‘আমরা ২৪ ঘন্টা শিক্ষার্থীদের সেবা দিতে প্রস্তুত। স্বাস্থ্যসেবা নিতে আমাদের মোবাইল নাম্বারে শিক্ষার্থীরা কল করলেই হবে। আমাদের মেডিকেল টিম বাসায় বসেই তাদের নির্দেশনা এবং পরামর্শ দিতে পারবেন।’
সেবা নেওয়ার জন্য নির্ধারিত ফোন নাম্বার-
ডা. মাহমুদুল হাসান খান (সিনিয়র মেডিকেল অফিসার)- ০১৭১১০৩৩৬৭৪
ডা. এ. কে. এম. হেলাল মোর্শেদ (সিনিয়র মেডিকেল অফিসার)- ০১৭১৬৬১৪৫৪৮
ডা. মো. বেলায়েত হোসেন (মেডিকেল অফিসার)- ০১৭১১৪৪৭৬৫৪
ডা. শাহিদা আক্তার শিমু (মেডিকেল অফিসার)- ০১৭২৮৯৮৯৩০০
মো. আলী হাসান নেওয়াজ (প্রশাসনিক কর্মকর্তা, মেডিকেল)- ০১৮১৯৫২৪৪৬৪
Discussion about this post