শিক্ষার আলো ডেস্ক
বঙ্গবন্ধু অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী জুন মাস থেকে শুরু হবে। আপাতত অস্থায়ী ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলবে।
বুধবার (১১ মে) সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। এর আগে, স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলমান আছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অস্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জুন মাস নাগাদ অস্থায়ী ক্যাম্পাসে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হবে। আগামী ৩ বছরের মধ্যে ১টি ফ্যাকাল্টির স্থায়ী ক্যাম্পাস তৈরির পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনীয় সকল ফ্যাকাল্টির স্থায়ী স্থাপনা তৈরির চেষ্টা চলছে।
এর আগে, স্থায়ী কমিটির সদস্য মোতাহার হোসেন এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এদিকে বিশ্ববিদ্যালয় স্থাপনের ডিপিপিতে একটি আন্তর্জাতিক মানের স্কুল ও কলেজ অন্তর্ভুক্ত রয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. সুবিদ আলী ভূঁইয়া-এর সভাপতিত্বে আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হেলাল উদ্দীন, মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাজমুল হাসান, নাসির উদ্দিন এবং মহিববুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post