বিনোদন ডেস্ক
তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
চলচ্চিত্রটি এ উৎসবের ন্যারেটিভ শর্ট ফিল্ম বিভাগে জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বলে এক ফেইসবুক পোস্টে জানান নুহাশ হুমায়ূন।
যে কয়টি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অস্কারের বাছাই পর্বে অংশ নেওয়ার সুযোগ পায় তার একটি আটলান্টা চলচ্চিত্র উৎসব।
‘মশারি’র জন্যও সেই সুযোগ থাকছে বলে বলে জানান নুহাশ।
নুহাশ বলেন, “আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল জুরি পুরস্কার জিতেছে ‘মশারি’, এটি একটি অস্কার কোয়ালিফাইং পুরস্কার। এই যাত্রার অংশ হওয়ার জন্য আমাদের দল, আমার পরিবার, বাংলাদেশে ও বাংলাদেশের বাইরের সহকর্মীদের ধন্যবাদ জানাই।”
২২ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও অভিনেত্রী শীলা আহমেদের মেয়ে নাইরা ওনোরা সাইফ।
এর আগে চলতি বছর এসএক্সএসডব্লিউ ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল।
Discussion about this post