নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সাথে সেকেন্ড মেরিটলিস্টও প্রকাশের বিষয়ে জানাবেন তিনি। এজন্য নতুন করে দুটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার (১৬ মে) এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ও সেকেন্ড মেরিটলিস্ট প্রকাশের বিষয়ে নির্বাহী কমিটির সদস্যরা একমত পোষণ করেছেন। বিশেষ গণবিজ্ঞপ্তি ও সেকেন্ড মেরিটলিস্ট মিলিয়ে প্রায় ২০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। ওই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল ঘোষণা করবেন।
সভায় এনটিআরসিএ’র চেয়ারম্যান ছাড়াও সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন, এ এস এম জাকির হোসেন, এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post