নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ১ম মাইগ্রেশ দ্রুত সময়ের মধ্যে করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ মে) এসব কথা বলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।
তিনি বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম মাইগ্রেশন শেষ করতে অনেক সময় লেগেছিল। তবে এবার আমরা প্রথম মাইগ্রেশন খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই। সম্ভব হলে চলতি মাসেই প্রথম মাইগ্রেশন সম্পন্ন করা হবে। চলতি মাসে সম্ভব না হলে জুন মাসে প্রথম মাইগ্রেশন শেষ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পূর্বে মাইগ্রেশন করা হবে কিনা বিষয়ে অধ্যাপক আহসান হাবীব বলেন, এটি নির্ভর করছে আমাদের মহাপরিচালকের উপর। তার সাথে আলোচনা করে প্রথম মাইগ্রেশনের সময় নির্ধারণ করা হবে।
এদিকে দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ৬০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে সাধারণ কোটায় ৫৪টি, মুক্তিযোদ্ধা কোটায় ১টি এবং উপজাতি কোটায় পাঁচটি আসন ফাঁকা রয়েছে।
Discussion about this post