শিক্ষার আলো ডেস্ক
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রাইম ব্যাংক লিমিটেডের CSR কার্যক্রমের আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র ও মধ্যবিত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে আসছে।
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
(১) আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
(২) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
(৩) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ এর আবেদনের যোগ্যতাঃ
- কেবলমাত্র ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৯:০০ থাকতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে ৮.৮ থাকতে হবে।
- অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ টাকা বা তার নিচে হতে হবে।
- অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ এর আবেদনের নিয়মাবলীঃ
- আবেদনের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, সদ্য তােলা দুই কপি রঙ্গিন ছবি এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ প্রধান/ ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে।
- সংযুক্ত সকল কাজগপত্র সহ আগে অনলাইনে আবেদন করতে হবে। তারপর হার্ডকপি কুরিয়ার করতে হবে।
- খামের উপর “শিক্ষা বৃত্তির জন্য আবেদন-২০২১” কথাটি উল্লেখ করতে হবে।
- ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
- বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
আবেদনের শেষ তারিখঃ ১৫ জুন ২০২২ ইংরেজি।
সময়কালঃ ৩-৫ বছর।
শিক্ষাস্তরঃ অনার্স বা সমমান
মাসিক বৃত্তিঃ ২৪০০ টাকা (প্রতি ৩মাস অন্তর ৭২০০ টাকা একত্রে দেওয়া হয়)
বৃত্তির অন্যান্য বৈশিষ্ট্যঃ
হতদরিদ্র (যেমনঃ প্রান্তিক কৃষক / ভূমিহীন / গৃহহীন / দিনমজুর / ভিক্ষাবৃত্তি / নদীভাঙ্গন কবলিত / মঙ্গাপিড়ীত / প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ভিজিডি-ভিজিএফ কার্ডহােল্ডার/ক্ষুদ্র ঋন গ্রহিতা / গৃহপরিচারিকা ইত্যাদি), এতিম, শারীরিক প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান, নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত যােগ্যতা কিছুটা শিথিলযােগ্য।
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ এ আবেদনের পূর্বে জেনে নিন
- ধাপ-১: আবেদনপত্রটি ডাউনলোড করুন ডাউনলোড
- ধাপ-২: আবেদনপত্রে করণীয়:
- আবেদনপত্রটি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে নমুনা দেখুন
- আবেদনপত্রের প্রথম পাতার উপরের ডান পাশে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে নমুনা দেখুন
- আবেদনপত্রের প্রথম পাতার “অংশ ৪ বর্তমানে অধ্যায়নরত প্রতিষ্ঠান/ বিভাগীয় প্রধানের সিলমোহরসহ স্বাক্ষর ও তারিখ ” সংগ্রহ করতে হবে নমুনা দেখুন
- ধাপ-৩: যে সকল কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে তা – (100 dpi Resolution)
- আবেদনপত্রের উভয় পাতা (একটি পিডিএফ ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৩০০ কিলোবাইট
- পিতার/মাতার/অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
- এসএসসি নম্বরপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
- এইচএসসি নম্বরপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
- বর্তমানে স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
- ধাপ-৪: লগইন করার পর যা করণীয় (মোবাইল নম্বর ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন প্রয়োজনে লগইন করার জন্য)
- আবেদন ফর্ম পূরণে যা করণীয়
- অংশ ১ ব্যাক্তিগত তথ্য (ইংরেজিতে)
- ❞ ২ শিক্ষা সংক্রান্ত তথ্য (ইংরেজিতে)
- অংশ ৩ বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়ণরত শিক্ষার বিবরণ (ইংরেজিতে)
- ❞ ৫ পারিবারিক আয়ের বিবরণ (ইংরেজিতে)
- অংশ ৬ বিশেষ কোন কারণ যেমন (ইংরেজিতে)
- ❞ ৭ অন্যান্য কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হইলে (ইংরেজিতে)
- ❞ ৮ সংযুক্তি (স্ক্যান করে আবেদনপত্রের উভয় পাতা, মাসিক আয়ের সনদপত্র, এসএসসি নম্বরপত্র, এইচএসসি নম্বরপত্র এবং বর্তমানে স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ)
- সাবমিট (Submit) বাটনে চাপ দিতে হবে
- আবেদন ফর্ম পূরণে যা করণীয়
Discussion about this post