শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সাব ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) অনুষ্ঠিত সামিটে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও নর্থ ওয়েস্টার্ন, নর্দান বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক তরুণ অংশ নেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে সামিটে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এসময় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দীন, খুবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এন এম জিয়াউল আলম বলেন, তথ্যপ্রযুক্তির নাম শুনলেই অনেকে মনে করেন তরুণরা এর প্রভাবে পথভ্রষ্ট হবে। কিন্তু আমি সেটি মনে করি না। তবে এর যথাযথ ও সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। আজকে দেশের প্রান্তিক কৃষকের সঙ্গে যোগাযোগ রয়েছে আমাদের। আইসিটি সমাজের বিভিন্ন স্তরের মধ্যে ব্যবধান তৈরি করছে না বরং তা নিরসনে ব্যাপক ভূমিকা রাখছে।
Discussion about this post