শিক্ষার আলো ডেস্ক
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সামার ২০২২-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। রবিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
অধ্যাপক মো. আবু তাহের বলেন, ‘আজকের বিশ্ব খুব প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল। এই শতাব্দীতে বেঁচে থাকার পাশাপাশি স্থিতিশীলতার জন্য বিভিন্ন সেক্টরের পরিবর্তন সম্পর্কে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সঠিক কর্ম পরিকল্পনা ও কৌশল অবলম্বন করা উচিত।’
নতুনদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘যে মাদক নিতে বলবে সে বন্ধু না, মাদক না নেওয়াটাই আধুনিকতা, মাদক না নেওইয়াটাই স্মার্টনেস। আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে অভিজ্ঞতা নেওয়ার কোনও মানে হয় না।’
এ সময় উপস্থিত ছিলেন– আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বিভিন্ন স্কুলের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তারা।
Discussion about this post