ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ফেলোশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ে মোট ৩৯ জন রিসার্চ ফেলো নেবে। আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. ফেলোশিপের নাম:বিসিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপ
বিষয়: কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিস্ট্রি
পদসংখ্যা: ০২টি
বয়সসীমা: নির্ধারিত নয়
মাসিক ভাতা: ৫৫,০০০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান/প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে পিএইচডি ডিগ্রি।
২. ফেলোশিপের নাম:ড. কুদরত-এ খোদা ডক্টরাল ফেলোশিপ
বিষয়: কেমিস্ট্রি- ৪টি
অ্যাপ্লাইড কেমিস্ট্রি- ২টি
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-২টি
বায়োকেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি-২টি
নিউট্রিশন অ্যান্ড ফুড সাইন্স-২টি
ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইইই/ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৩টি
মোট পদসংখ্যা: ১৫
বয়সসীমা: ১ মে ২০২২ তারিখে সর্বোচ্চ ৪০ বছর
মাসিক ভাতা: ৪০,০০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধনকৃত।
৩. ফেলোশিপের নাম: প্রফেসর নুরুল আফসার খান পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ
বিষয়: অ্যাপ্লাইড কেমিস্ট্রি- ২টি
কেমিস্ট্রি/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-১টি
মাইক্রোবায়োলজি-১টি
জুলজি-১টি
নিউট্রিশন অ্যান্ড ফুড সাইন্স-১টি
মোট পদসংখ্যা: ৬
বয়সসীমা: ১ মে ২০২২ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
মাসিক ভাতা: ৩৫,০০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এমফিল/এমএস ডিগ্রি।
৪. ফেলোশিপের নাম:প্রফেসর মফিজ উদ্দিন আহমেদ স্মৃতি ফেলোশিপ
বিষয়: কেমিস্ট্রি-১টি
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইইই -১টি
মাইক্রোবায়োলজি-১টি
ফার্মেসী- ০১টি
পরিবেশ বিজ্ঞান- ০১টি
মোট পদসংখ্যা: ৫
বয়সসীমা: ১ মে ২০২২ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
মাসিক ভাতা: ৩৫,০০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে থিসিস গ্রুপে মাস্টার্স ডিগ্রি।
৫. ফেলোশিপের নাম: ড. আব্দুল্লাহ আল-মুতি শরফুদ্দিন স্মৃতি ফেলোশিপ
বিষয়: রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স/ইইই/অ্যাপ্লাইড ফিজিক্স- ০১টি
কেমিস্ট্রি- ০১টি
জিওলজি অ্যান্ড মাইনিং- ০১টি
গ্লাস অ্যন্ড সিরামিক- ০১টি
ফিজিক্স- ০২টি
পরিবেশ বিজ্ঞান- ০২টি
মোট পদসংখ্যা: ১১টি
বয়সসীমা: ১ মে ২০২২ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
মাসিক ভাতা: ৩৫,০০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে থিসিস গ্রুপে মাস্টার্স ডিগ্রি।
আবেদনের নিয়মাবলিসহ বিস্তাতি দেখুনি প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
Discussion about this post