নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটির রোবটিক্স ল্যাব পরিদর্শন করেছে চট্টগ্রামের ফ্রোবেল অ্যাকাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা।
সোমবার (২৩ মে) হাজারী গলিস্থ ক্যাম্পাসে এ ল্যাব পরিদর্শন করেন তারা।
পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক।
এসময় অধ্যাপক ড. তৌফিক সাঈদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে রোবটিক্স। সরকার স্কুল-কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য রোবটিক্স তথা আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করায় তারা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মেশিন লার্নিংসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছে।
এসময় উপস্থিত ছিলেন ফ্রোবেল একাডেমির একাডেমিক ডিরেক্টর ইনসিয়া জোহাইর, টিম লিড সৈয়দা আসিফা সুলতানা ও শিক্ষক সাদাফ ইকবাল, প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের সভাপতি উচ্ছ্বাস দেবনাথ, সহ-সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ও সদস্য তারিকুল ইসলাম প্রমুখ।
Discussion about this post