জিহাদ আল মামুন
আর মাত্র কিছু দিন বাকি আছে। এর পরেই তোমাদের সব সুযোগ, সব আশা, সব স্বপ্ন শেষ হবে অথবা পূরণ হবে। যাদের পূরণ হবে তারা জয়ের হাসি হাসবে আর যারা ব্যর্থ হবে তারা সারাজীবন এর জন্যই চুপ হয়ে যাবে ঢাবি নিয়ে।তাই এই কয়টা দিন সর্বোচ্চ চেষ্টা করার কোনো বিকল্প নেই !!
আজকে আমি তোমাদের বাংলা ১ম পত্র নিয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করছি এবং আমি আশা করছি আর কোনো কারোর সাজেশন প্রয়োজন হবে না তোমাদের।
বাংলা প্রশ্ন আসবে ২ প্রকার।
যথা:
১/ নৈবত্তিক
২/ লিখিত
প্রথমেই আলোচনা করছি #MCQ অংশ নিয়ে:
#mcq অংশের প্রতিটা প্রশ্ন আসবে বাংলা প্রথম পত্র মূল বই থেকে। যার জন্য তোমাকে বাংলা মূল বোর্ড বই পূর্ণ আয়ত্তে রাখতে হবে।এখানে বাদ দেওয়ার কিছুই নেই। মনে রেখো ঢাবিতে দশমিক ১ এর জন্যও তুমি চলে যেতে পারো ১০০/১৫০ জনের পিছনে। তাই ফাঁকিবাজি কৌশল মাথা থেকে বের করে দাও একদম। আমি জিহাদ আবারও বলছি ফাঁকিবাজি চিন্তা থাকলে এখনি বের করে দাও মাথা থেকে।
মূল বইয়ের যে জিনিষ থেকে বেশি প্রশ্ন আসে __
১/ মূল অংশ থেকে
২/ পাঠ পরিচিতি থেকে ( উৎস )
৩/ শব্দার্থ থেকে আসবে
এই ৩ টি অংশ থেকেই মূলত প্রশ্ন হবে।
অনেকেই লেখক পরিচিতি নিয়ে লাফালাফি করো যেটা আর করো না কারণ ঢাবিতে লেখক পরিচিতি থেকে তেমন কোনো mcq আসে না বললেই চলে। চেষ্টা করবে মূল অংশ বার বার রিভাইজ করার।
এখন যে পরিমাণ সময় আছে চেষ্টা করবে প্রতিদিন বাংলা মূল বই একবার করে রিভাইজ/ চোখ বুলিয়ে যাওয়ার জন্য।
আবারো বলছি প্রতিদিন অন্তত একবার পুরো বই চোখ বুলিয়ে যাবে।
মুখস্ত করতে যাবে না একদম।
১ বার পুরো বই চোখ বুলিয়ে নিতে সময় লাগবে ২ বা আড়াই ঘণ্টার মতো …
ভাগ ভাগ করে রিভাইজ করে ফেলবে সারাদিনে ..
বি দ্রঃ B/খ ইউনিট এর জন্য বাংলা মূল বইয়ের যা আছে তার বাহিরে কোনো সহায়ক বই পড়তে হবে না। একদমই পড়তে হবে না।
আমি বাংলা মূল বই থেকে কোন গল্পঃ/কবিতা বেশি গুরুত্বপূর্ণ সেটার একটা লিস্ট দিলাম। দেখে নাও:
#গদ্য_ইম্পর্ট্যান্ট
১।চাষার দুক্ষু
২।মাসি-পিসি
৩।রেইনকোট
৪।জীবন ও বৃক্ষ
৫।আমার পথ
৬।আহবান
৭।অপিরিচিতা
৮।মহাজাগতিক কিউরেটর
#পদ্য_ইম্পর্ট্যান্ট
১।সেই অস্ত্র
২।সাম্যবাদী
৩।এই পৃথিবীতে এক স্থান আছে
৪।বিভীষণের প্রতি মেঘনাদ
৫।নূরুলদীনের কথা মনে পড়ে যায়
৬।ফেব্রুয়ারি ১৯৬৯
৭।আঠারো বছর বয়স
৮।ঐকতান
৯।তাহারেই পড়ে মনে
#সহপাঠ
উপন্যাস+নাটক
টীকা+চরিত্র আর কিছু কিছু উক্তি অবশ্যই পড়তে হবে।
এইবার আচলোচনা করছি বাংলা #লিখিত অংশ:
লিখিত অংশের প্রথম কথা যা আসবে সব মূল বই থেকে। মূল বইয়ের বাহিরে একটাও প্রশ্ন আসবে না। গতবছরের প্রশ্ন দেখে নাও বুঝে যাবে আশা করছি।
গতবছর লিখিত অংশে এসেছিল
অনুচ্ছেদ
উদ্ধতি ব্যাখ্যা
অনুবাদ
বাক্য গঠন
অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে চেষ্টা করবে কোনো প্রকার বানোয়াট/রূপক কোনো বাক্য না লেখা।
অনুবাদ এর ক্ষেত্রেও কোনো বাহিরের কঠিন শব্দ ব্যাবহার করবে না।
বই ভালো করে পড়া থাকলে বইয়ের থেকে বাক্য গঠন করবে।
আশা করছি এই বছরও একই থাকবে প্রশ্নের ধরন। এর বাহিরে যদি কিছু আসে তবে তা সারাংশ/ সারমর্ম/ ছোট কোনো দরখাস্ত এইগুলোর মধ্যেই আসবে। যেগুলো তোমার প্রাথমিক বেসিক যাচাই করার জন্য দেবে।
এক্সামের তিন দিন আগে থেকে বাংলা পড়লে ভালো হবে।
শিক্ষার্থী: ঢাকা বিশ্ববিদ্যালয়
Discussion about this post