শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এমবিএ ১ম সেমিস্টারের ফলে প্রথম হয়েছেন সোহাগ মিয়া। সিজিপিএ ৩.৯০ পেয়ে ১ম হয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত সোহাগ।
জানা গেছে, গেল বছরের ডিসেম্বরে পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিলেন সোহাগ। এ সময় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
সোহাগ মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৫-১৬ সেশনের এমবিএর শিক্ষার্থী ছিলেন। বিবিএর ফলাফলেও বিভাগে দ্বিতীয় হয়েছিলেন তিনি।
তিনি নরসিংদীর সদর উপজেলার বেপারীবাড়ি গ্রামের হাবিবুর রহমান ও নিলুফা বেগম দম্পতির প্রথম সন্তান।
বুধবার (২৫ মে) এই ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর বিভাগে উচ্ছ্বাসের পরিবর্তে সহপাঠী স্মরণে অনেকটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বিভাগ সূত্রে জানা যায়, গেল বছরের ৩১ ডিসেম্বর এমবিএ’র পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন সোহাগ। ভোর রাতে সেই বাসটি সিরাজগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পৌঁছানোর এক পর্যায়ে উল্টে যায়। এ সময় আহত সোহাগকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সোহাগসহ আরও তিনজন নিহত হন। আহত হন ১০ জন।
সোহাগের সহপাঠী বেলাল হোসেন বিপ্লব জানান, সোহাগের মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়কে প্রায়ই কাঁপুনি দেয়। সোহাগ অত্যন্ত বিনয়ী ছিল। সকলের নিকটে খুব প্রিয় মুখ ছিল।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো মায়েন উদ্দিন বলেন, ফল প্রকাশের পর কষ্টটা বেড়েই গেলো। সোহাগ দরিদ্র পরিবারের সন্তান ছিল। মানবসৃষ্ট কারণে আমরা তাকে হারালাম। এটা দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য কষ্টদায়ক।
Discussion about this post