নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী আওয়ান আফিয়াজ স্নাতক (সম্মান) ২০২০ সনের পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী পদক-২০২১ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃহস্পতিবার (২৬ মে) ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পদক ও সনদ তুলে দেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, মানুষের প্রাত্যহিক জীবনে পরিসংখ্যানের গুরুত্ব ও ভূমিকা রয়েছে। নতুন নতুন অনুসন্ধান, গবেষণা ও উদ্ভাবনে তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা অপরিসীম।
লেখা-পড়ায় মনোযোগী হতে এই পদক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস এবং পদকপ্রাপ্ত শিক্ষার্থীর চলার পথে পাথেয় হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মেধা ও জ্ঞানের প্রসার এবং যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়ে দেশের উন্নয়ন ও আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
Discussion about this post