মিরপুর সেক্টর নম্বর ৬। স্থানীয় আদর্শ স্কুলের পাশেই রাস্তার মাঝামাছি স্থাপন করা হয়েছে একটি টানেল। নাম জীবাণু নাশক কক্ষ।
জীবানুমক্ত হওয়ার বিশেষ এই কক্ষটি তৈরি করেছে তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন আর্তনাদ। অটোমেটিক লেজার সেন্সরের মাধ্যমে এর মধ্যে কেউ প্রবেশ করলেই কক্ষটি সক্রিয় হয়ে ওঠে। তখন ব্যক্তির শরীরে স্বয়ংক্রিয়ভাবে ঝড়ে পড়ে জীবাণু নাশক।
জীবানু নাশক এই টানেলে রয়েছে দুইটি লেজার সেন্সর ও দুটি স্প্রেয়ার। এই স্প্রেয়ার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ২৬ লিটার। এর মাধ্যমে ৫০ জনের মতো মানুষকে জীবাণুমুক্ত করা যায়।
দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকাপে স্বয়ংক্রিয় ভাবে স্প্রেয়ারগুলো থেকে জীবাণুনাশক ছিটানো হয়। জীবাণুমুক্ত হতে ব্যক্তিকে ৩৬০ ডিগ্রি ঘুরতে হয়।
গত ১৪ এপ্রিল এটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে আর্তনাদ কর্তৃপক্ষ।
Discussion about this post