নিজস্ব প্রতিবেদক
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষা ফি, কেন্দ্র বাছাই ও ভর্তি কার্যক্রমসহ একাধিক বিষয়ে পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (২৭ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয় কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ভর্তি কমিটির আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদউদ্দিন আহমেদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
ড. ফরিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের প্রস্তুতিমূলক মিটিং হয়েছে। এবার আমরা চেষ্টা করছি ভর্তির পর মাইগ্রেশন হলে আবার টাকা দেওয়ার প্রয়োজন যাতে না হয় শিক্ষার্থীদের। আমরা এবার চেষ্টা করবো একসঙ্গে ভর্তি কার্যক্রম চালাতে যাতে ক্লাস শুরু করতে বিলম্ব না হয়।’
পরীক্ষার তারিখ এগিয়ে নেওয়া ও ফি বাড়ানের বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষার ফি বাড়তে পারে। কারণ সবকিছুর দাম বেড়েছে। তবে খুব বেশি বাড়ানো হবে না। আমরা চেষ্টা করছি পরীক্ষার সময় এগিয়ে নিতে। অন্তত দেড় মাস এগিয়ে নিতে পারলেও, সেশনজট অনেকটা কমাতে পারবো।’
জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘গতবার শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র বাছাই দিতে হয়েছিল অনেকগুলো। কিন্তু এবার একটি বিশ্ববিদ্যালয় বাছাই দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র পছন্দ থাকবে, সেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে কীভাবে তাদের ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষার তারিখ ও ফিসহ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী সভায়। তখন ফি ও পরীক্ষার তারিখ জানানো হবে।’
প্রসঙ্গত, এর আগে গত ৮ এপ্রিল গুচ্ছের সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়। এতে আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
Discussion about this post