আলী আকবর বাবুল
কার জন্য এত মায়া কান্না,
মায়াবী এ জীবন বড়ই অদ্ভুত
ইট পাথরের ঘেরা এই ঢেরা
এই খানে আপন বলে কেউ নেই!
মৌমাছির মতো কিলবিল করে পুরো সময়
শহর জুড়ে মানব যন্ত্রের মুখ
মধু আহরণে ছুটছে তো ছুটছে;
পিছন ফিরে থাকার কারো কোন সময় নাই
প্রেম প্রীতি ভালোবাসা এখন জাদুঘরে বন্দি
সবাই ছুটছে সুখের সন্ধানে,
কে যেন বলেছিল, শান্তির সন্ধানে নদীর তীরে যাও
স্রোতধারার কলরবে.মনের প্রশান্তি পেতে পারো
এই শহরে নিজের ছায়াটা, বড়ই আপন
সেই যাবে না কখনো তোমায় ছেড়ে,
দূরের কোন পথে।।
Discussion about this post