নিজস্ব প্রতিবেদক
দেড় মাসের ব্যবধানে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রবিবার (২৯ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে সপ্তম সেমিস্টারের বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে ক্লাস নেন তিনি।
করোনার মধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার পর গত ৭ এপ্রিল ওই বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাসে স্বশরীরে উপস্থিত হয়েছিলেন তিনি। এর আগে করোনার প্রাদুর্ভাবের সময় অনলাইনের মাধ্যমে তিনি ক্লাস নিয়েছিলেন।
জানা যায়, ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দল ও সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপনায় নিয়োজিত।
এর আগে হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার আগে তিনি পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিস বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।
শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ড. হাছান মাহমুদ। এরপর বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি এবং ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
৩টি বিষয়ে স্নাতকোত্তর শেষে ইন এনভায়রনেমন্টাল সায়েন্স: পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পিএইচডি করেন ড. হাছান মাহমুদ। শিক্ষাজীবন শেষ করে তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন।
Discussion about this post