শিক্ষার আলো ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন মামুন হোসেন।
গত রোববার (২৯ মে) ঢাকা মহানগর পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক ক্যাটাগরিতে উপস্থিত বক্তৃতায় ‘ই বুকস অর টেক্সট বুকস’ বিষয়ে ইংরেজি বক্তব্যে তিনি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২- এ কলেজ বিশ্ববিদ্যালয় বিভাগে থানা পর্যায়ে ‘আন্তর্জাতিক মা দিবস’ বিষয়ে উপস্থিত ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছিলেন মামুন হোসেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অর্নাস চতুর্থবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বর্তমানে সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়ে তিনি উল্লসিত। হাসিমুখে বলেন, এই সাফল্যে ভীষণ খুশি। বিভাগীয় পর্যায়ে কলেজের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পাওয়া অনেক সম্মান ও আনন্দের। এই পুরস্কার পাওয়ায় কলেজের প্রতি আরও দায়িত্ববোধ বেড়ে গেছে। এই অর্জনে অনেক ভালো লাগছে। আশা করি, আাগামীতে জাতীয় পর্যায়ে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারব।
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এর শিক্ষার্থীদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন গণিত বিভাগের প্রভাষক শেখ নাজিয়া জাহান।
তিনি বলেন, আমি প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলাম। আমি মামুনের এমন অর্জনে উচ্ছ্বসিত। আশা করছি জাতীয় পর্যায়েও সে এ অর্জন অব্যাহত রাখবে। আমি তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি।
উল্লেখ্য, আগামী ৫ জুন (সম্ভাব্য) জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এর জাতীয় এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
Discussion about this post