নিজস্ব প্রতিবেদক
আগামী শনিবার (৪ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৭ হাজার ৩৩ জনকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
আগামী শনিবার বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষাটি দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এদিকে, পরীক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
Discussion about this post