খেলাধূলা ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল- খবরটা পুরনো। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলও ঘোষণা করেছে। তবে সূচি চূড়ান্ত ছিল না। সম্ভাব্য সূচি নিয়েই এতদিন ছিল আলোচনা। বুধবার এসে গেলো চূড়ান্ত ঘোষণা। শুধু বাংলাদেশ সিরিজ নয়, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষেও চূড়ান্ত সূচি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।
ক্যারিবিয়ান অঞ্চল সফরে বাংলাদেশ দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে দুই দলের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই মিশন শুরু হবে টেস্ট দিয়ে। ১৬ থেকে ২০ জুন অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট। এরপর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট।
লাল বলের লড়াই শেষে মাঠে গড়াবে সীমিত ওভারের ক্রিকেট। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ। ২ জুন ডমিনিকায় কুড়ি ওভারের প্রথম ম্যাচ। পরের দিনই, ৩ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর তৃতীয় টি-টোয়েন্টি হবে গায়ানায়, ৭ জুলাই।
সফরের শেষ অংশে ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের তিনটি ম্যাচই গায়ানায়। ম্যাচগুলো হবে যথাক্রমে- ১০, ১৩ ও ১৬ জুলাই।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি:
১৬-২০ জুন: প্রথম টেস্ট, অ্যান্টিগা
২৪-২৮ জুন: দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া
২ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, ডমিনিকা
৩ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, ডমিনিকা
৭ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, গায়ানা
১০ জুলাই: প্রথম ওয়ানডে, গায়ানা
১৩ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, গায়ানা
১৬ জুলাই: তৃতীয় ওয়ানডে, গায়ানা
Discussion about this post