নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শাটলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার দিন বটতলী স্টেশন থেকে চারবার এবং চবি স্টেশন থেকে তিনবার ছেড়ে যাবে। যা ১ ঘন্টার ব্যবধানে পৌঁছবে। এছাড়াও বিশ্রামের জন্য খোলা থাকবে ৩টি হল।
বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৪টায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবিষয়গুলো জানান।
জানা গেছে, বটতলী স্টেশন থেকে সকাল ৭টা ৫০ মিনিট এবং ৮টা ৫০ মিনিটে যে ট্রেন ছাড়বে সেগুলো ক্যাম্পাসে পৌঁছাবে যথাক্রমে ৮টা ৪৫ এবং ৯টা ৪৫ মিনিটে। এছাড়া বিকেল ৩টা ৩০ এবং রাত ৮টা ৩০ মিনিটে বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে যাবে দুটি ট্রেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে দুপুর ১টা ৩০ ও ২ টা ৩০ মিনিটে এবং রাত ৯ টা ৩০ মিনিটে বটতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। যা পৌঁছাবে যথাক্রমে ২ টা ২৫, ৩ টা ১৫ এবং ১০টা ২৫ মিনিটে।
এছাড়া ছাত্রী ও মহিলা অভিভাবকদের জন্য তিনটি হল বিশ্রামের জন্য খোলা থাকবে। তিনটি হল হলো দেশনেত্রী শেখ হাসিনা হল, শামসুন্নাহার হল এবং প্রীতিলতা হল।
Discussion about this post