নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩১৯ পরীক্ষার্থী। শুক্রবার (৩ জুন) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে শাবিপ্রবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামীকাল শুক্রবার শাবিপ্রবি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ ও ‘ই’ তে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশাকরি, সুষ্ঠুভাবে আগামীকাল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের কেন্দ্র হিসেবে শাবিপ্রবিতে আগামী ৪ জুন ‘খ’ ইউনিটের, ১০ জুন ‘ক’ ইউনিটের, ১১ জুন ‘ঘ’ ইউনিটের এবং ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post