অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের পর বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসার পুরো খরচ ডিপো কর্তৃপক্ষ বহন করবে বলে জানা যায়। একই সঙ্গে নিহতদের স্বজনদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ডিপোটির পরিচালক মুজিবুর রহমান।
রোববার (৫ জুন) বেলা ১১টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান বলেন, ‘ডিপোর ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের অনেকেই আহত। ফলে ঠিক কী কারণে বা কীভাবে আগুনের সূত্রপাত সেই তথ্য আমরাও পাচ্ছি না। তবে এখন পর্যন্ত যেটুকু জানা গেছে, কনটেইনার থেকেই আগুন ধরেছে।’
বিএম ডিপোর পরিচালক বলেন, ‘নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা হতাহতদের পাশে থাকবো। দগ্ধরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পান, সেই ব্যবস্থা করা হচ্ছে। তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করবো।’
তিনি আরও বলেন, ‘এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের দায়িত্ব আমরা নেবো। হতাহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। প্রশাসন যেভাবে চাইবে, আমরা সেভাবে হতাহতদের সহায়তা করবো।’
ভয়াবহ এ দুর্ঘটনায় সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়াতে হবে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশসহ প্রশাসনের সব পক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা সহযোগিতা করছি।’
এদিকে, বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মীও রয়েছেন। আগুনে আহত হয়েছেন আরও চার শতাধিক। দগ্ধদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।
দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেখানে একের পর এক কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। নিরাপদ দূরত্বে থেকে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
Discussion about this post