অনলাইন ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির মধ্যেই এবার বাড়ল গ্যাসের দামও। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ রোববার (৫ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্যাসের নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক।
আবু ফারুক জানান, রান্নার গ্যাসের জন্য দুই চুলার মাসিক বিল ৯৭৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০৮০ টাকা। এক চুলার মাসিক বিল ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করা হয়েছে। আর প্রিপেইড মিটারে প্রতি ইউনিটের খরচ ১২ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৮ টাকা, যা চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।
তবে পরিবহন খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রভাব যেন না পড়ে, সে জন্য সিএনজির দাম অপরিবর্তিত থাকবে।
Discussion about this post