আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে আনা অনাস্থা ভোটে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তার পক্ষে ২১১টি এবং বিপক্ষে ১৪৮টি ভোট পড়ে। খবর বিবিসি’র।
সোমবার (৬ জুন) স্থানীয় সময় রাতে কনজারভেটিভ দলের এমপিদের গোপন ব্যালটে বরিস জনসনের পক্ষে এ রায় আসে।
কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে জারি করা প্রথম লকডাউনের সময় মদ্যপানের পার্টির আয়োজন করেন জনসন। যদিও ওই ঘটনায় ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে তার বিরুদ্ধে নিজ দল কনজারভেটিভ পার্টির ৫৪ জন এমপি অনাস্থা ভোটের আবেদন করে চিঠি দিয়েছিলেন।
Discussion about this post