সামাজিক দূরত্ব রক্ষার লক্ষ্যে ‘আড্ডাবাজদের’ আস্তানা খুঁজতে ড্রোন ব্যবহার শুরু করেছে সাতক্ষীরা পুলিশ প্রশাসন। শুক্রবার (১৭ এপ্রিল) জেলার কলারোয়া থানায় ড্রোন ব্যবহার করতে দেখা গেছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনির-উল-গিয়াস জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ড্রোনের ব্যবহার শুরু হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজদের আস্তানা।
চা-বিড়ির দোকান খোলা রেখে এ ধরনের আড্ডাবাজি হচ্ছে উল্লেখ করে ‘ধারণকৃত ফুটেজ নিয়ে এদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেয়া হবে’ বলেও তিনি জানান।
ড্রোন ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজ ও তাদের আস্তানা শনাক্ত করার এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
Discussion about this post