নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ১২-১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল।
বৃহস্পতিবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, করোনা পরিস্থিতির জন্য লেভেল-১, সেমিস্টার-১ এর ক্লাস দুই মাস বিলম্বে শুরু হওয়ার প্রেক্ষিতে একাডেমিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার স্বার্থে ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি সিন্ডিকেট সভায় বাতিল করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শেখ রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের স্বার্থেই কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সেশনজট কাটাতে ছুটি বাতিল করেছি। আশা করছি শিক্ষার্থীরা সহযোগিতা করলে আমরা খুব দ্রুত সেশনজট কাটিয়ে উঠতে পারবো।
Discussion about this post