নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর নম্বর বিশ্ববিদ্যালয়গুলো পৃথক পৃথক ভাবে নির্ধারণ করবে। যদিও গত বছর সামগ্রিকভাবে এই নম্বর নির্ধারিত হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর এবারও আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তির যোগ্যতা নির্ধারণ করবে। একই সাথে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কত নম্বর ধরা হবে সেটিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এবার আমরা বিজ্ঞপ্তিতে জিপিএ নম্বর উল্লেখ করে দেব না। এটা নিজ নিজ বিশ্ববিদ্যালয় করবে। কোন বিশ্ববিদ্যালয় জিপিএর ওপর কত নম্বর নির্ধারণ করবে সেটি তাদের ব্যাপার।
Discussion about this post