নিজস্ব প্রতিবেদক
শিক্ষা আইন পুনর্গঠন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন। বৈঠকে আইনের খসড়াটি চূড়ান্ত করা হবে। আর চূড়ান্ত হলে তা অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে।
মঙ্গলবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বৈঠকের নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়, শিক্ষা আইন-২০২২ চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ২৩ জুন সকাল ১১টায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।
গত ১২ জুন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, শিক্ষা আইন চূড়ান্ত করা হচ্ছে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আইনের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদে পাঠানো হবে।
প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে শিক্ষা আইন প্রণয়নের কাজ চলমান। একাধিকবার আইনের শিক্ষা মন্ত্রণালয় থেকে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হলে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পুনর্গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
Discussion about this post