নিজস্ব প্রতিবেদক
শুধু বইমুখী শিক্ষা নয় আউটকাম বেইজ এডুকেশনে যেতে বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র। বুধবার (১৫ জুন) অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তনের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠিত হয়। আচার্যের প্রতিনিধি ও সমাবর্তনের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে কেবলই পাঠ্যবইমুখী চিন্তা-ভাবনা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আউটকাম বেইজ এডুকেশনে যেতে হবে। এখান থেকে বেরিয়ে কো-কারিকুলার একটিভিটিতে যুক্ত হতে হবে। দক্ষতা বাড়াতে বিভিন্ন শর্টকোস চালু করতে হবে।
সমাবর্তন বক্তা ছিলেন ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রেডিটেশন ইন্ডিয়ার চেয়ারম্যান ও সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এসএস মান্থা।
সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী সিকদার।
Discussion about this post