শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে এফ রহমান হল ডিবেটিং ক্লাব। আর এতে রানার্স আপ হয়েছে শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব।
১৮টি হল নিয়ে ১৭ জুন এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। শনিবার (১৮ জুন) অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনাল বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ একই ব্যক্তির দলীয় প্রধান ও সরকার প্রধান হওয়া সমর্থন করে না’।
ফাইনাল বিতর্কের জাজমেন্ট প্যানেলে ছিলেন সরকারের উপ-সচিব ও ডিইউডিএসর সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত, সরকারের অ্যাডিশনাল ডেপুটি অডিটর জেনারেল ও ডিইউডিএসর সাবেক সভাপতি খাদেমুল করিম ইকবাল এবং বিটিভির স্কুল বিতর্ক সমন্বয়ক সৈয়দ আসিক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউডিএস চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন, রাজু ল এর ম্যানেজমেন্ট কনসাল্টেন্ট রোকন উদ্দিন। এছাড়া অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডিইউডিএস সভাপতি শেখ মো. আরমান।
Discussion about this post