নিজস্ব প্রতিবেদক
এক সপ্তাহ ব্যবধানে খুলেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।আজ বুধবার (২২ জুন) সকাল থেকেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন চুয়েট শিক্ষার্থীরা।
এদিকে চুয়েট প্রশাসনের পূর্ব নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে ক্লাস-পরীক্ষার নেওয়ার নির্দেশনা রয়েছে। তবে আগামী দুইদিনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন চুয়েট শিক্ষার্থী।
চুয়েট শিক্ষার্থীরা জানিয়েছে, ১৪ জুন বিকেল ৫টার মধ্যে ২২ দিনের বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করে প্রশাসন, সেইদিনই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আবার সেই বন্ধ ৭দিনে নিয়ে আসা হয়। এতে করে দূরের অবস্থানরত শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শিক্ষার্থীরা আরও জানান, এছাড়া অনেক শিক্ষার্থীকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিয়ে গাড়ির টিকেট করে বাড়ি ফিরতে হয়েছে। এদিকে সিলেট ও রংপুর বিভাগে ভয়াবহ বন্যার কারণে সেই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চুয়েটে ফিরে আসা যেমন কষ্টসাধ্য তেমন দুর্বিষহ। এসব নানা দিক বিবেচনা করে চলমান ৪টি ব্যাচের বিভিন্ন বিভাগে এই সপ্তাহের বাকি দুই দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
জানা গেছে, চুয়েটের শিক্ষার্থীরা ২৬ জুন (রবিবার) থেকে পুনরায় স্বাভাবিকভাবে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিয়েছেু
প্রসঙ্গত, ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে চুয়েট ক্যাম্পাসে সার্বিক পরিস্থিতি উত্তপ্ত হয়। এরই প্রেক্ষিতে আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে চুয়েট প্রশাসন। ১৪ জুন একাডেমিক ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার পাশাপাশি আবাসিক হল সমূহ ২২ দিনের জন্য বন্ধ ঘোষণা করে চুয়েট প্রশাসন।
Discussion about this post