নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সাংস্কৃতিক সপ্তাহ ২০২২’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুন) মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠান থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়।
ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক শাহারিয়া আফরিন। মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. জিয়া রহমান তার বক্তব্যে বলেন, নিও-লিবারেল গ্লোবালাইজেশন যুগে আমাদের তরুণ সমাজ ফেসবুক, ইউটিউব এবং নানাবিধ জায়গায় বুঁদ হয়ে আছে। সেই পরিপ্রেক্ষিতে ক্রিমিনোলজি বিভাগের এ ধরনের আয়োজন চমৎকার ও অনুপ্রেরণামূলক। সাংস্কৃতিক চর্চাই একটি জাতি গঠনে ভূমিকা রাখে।
প্রধান অতিথি মামুনুর রশীদ তার বক্তব্যে ক্রিমিনোলজি বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যেখানে সাংস্কৃতিক চর্চা যেখানে হ্রাস পেয়েছে, সেখানে ক্রিমিনোলজি বিভাগের সাংস্কৃতিক সপ্তাহ আয়োজন প্রশংসার দাবি রাখে। সমাজে অন্যায় অপরাধ দমনের ক্ষেত্রে ক্রিমিনোলজির বিষয়গুলো জানা এবং অধ্যয়ন করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে খন্দকার ফারজানা রহমান উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং বলেন, ক্রিমিনোলজি বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকেই একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় সবসময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।
সুনাগরিক হিসেবে সংস্কৃতি চর্চার গুরুত্ব এবং শিক্ষার্থীরা যেন সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ হয় সে বিষয়টি তুলে ধরেন তিনি।
Discussion about this post