নিজস্ব প্রতিবেদক
এস.এস.সি-২০২২ ইং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে নগরীর অন্যতম খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজ।সম্প্রতি স্কুল মিলনায়তনে স্কুল অধ্যক্ষ সমরজিৎ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদায়ী শিক্ষার্থীগণ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।বিষয়ভিত্তিক শিক্ষকগণ স্ব স্ব বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. আব্দুল হান্নান সরকার, মো. নসরুল্লাহ, প্রদীপ কুমার নাথ,কাকলী বর্ণা, শারমীন আকতার,আসমাউল হুসনা। পরীক্ষায় সফল হওয়ার বিভিন্ন নিয়মকানুন, পরীক্ষার খাতায় লিখার নিয়মসহ গুরুত্বপূর্ণ সকল বিষয়ে আলোকপাত করেন শিক্ষকগণ।
অধ্যক্ষ সমরজিৎ দাশ বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে বলেন, আজকের শিক্ষার্থীরাই তাদের মেধাবিকাশের মধ্যদিয়ে আগামী দিনে দেশকে আরো অগ্রসরও সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। আমি আশা করবো কর্ণফুলী পাবলিক স্কুল এণ্ড কলেজের প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মেধা দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। সত্যিকারের মানুষের মত মানুষ হবে।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে শিক্ষকদের প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং দোয়া কামনা করেন।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট অর্জিত হয়,তার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পাঠ করা হয় পবিত্র কোরআন। পুরো অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, সিনিয়র শিক্ষক মো. আজিমউদ্দিন আহমেদ।
Discussion about this post