নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৯ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।
এ সময়ের মধ্যে জেলায় ২ জন মারা গেছেন বলে জানান তিনি।
রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আক্রান্ত কারো সুস্থ হওয়ার কোনো তথ্য নেই।
জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ফলাফলে ২৯ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৮৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৫৬ জনের ফলাফলে পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩৫৬ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ২৬ জনের আর সুস্থ হয়েছেন ৯ জন।
Discussion about this post