আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে নতুন সামরিক সহযোগিতা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ৪৫ কোটি ডলারের এই সামরিক চালানে আরও কয়েকটি রকেট ব্যবস্থা রয়েছে। যা আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
হোয়াইট হাউজ মুখপাত্র জন কিরবি বলেন, এই চালানে রয়েছে অস্ত্র ও সরঞ্জাম। অন্তর্ভুক্ত আছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম।
তিনি জানান, এই চালানে কয়েক লাখ কামানের গোলা ও টহল নৌকা রয়েছে।
হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমটি হিমার্স নামে পরিচিত। হানাদার রুশবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের কাছে যেসব অস্ত্র চাইছে ইউক্রেন সেগুলোর মধ্যে এটিকে গুরুত্ব দিচ্ছে কিয়েভ।
ইতোমধ্যে চারটি হিমার্স ইউনিট পেয়েছে ইউক্রেন। এগুলো পরিচালনার জন্য ইউক্রেনীয়দের প্রশিক্ষণ চলমান রয়েছে।
সর্বশেষ এই সামরিক সরঞ্জামের চালানের মাধ্যমে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহযোগিতা ৬১০ কোটি ডলার হয়েছে বলে উল্লেখ করেছেন কিরবি।
Discussion about this post