শিক্ষার আলো ডেস্ক
সিলেটে বন্যার্ত মানুষকে ত্রাণ সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন।
শুক্রবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি আশরাফুল আলম আকাশ।
তিনি জানান, সঞ্চালনের পক্ষ থেকে প্রথম ধাপে সিলেটের ছাতক উপজেলায় যেসব স্থানে ত্রাণসামগ্রী পৌঁছায়নি এমন গ্রামে (চৌকা, রামচন্দ্রপুর, পরানপুর) ১০৪টি পরিবারকে কয়েক দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এবং লবণ বিতরণ করা হয়। এছাড়াও দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন, সেনিটারি পণ্য, মোমবাতি ও দিয়াশলাই।
তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপে সিলেটের ওসমানীনগরের একটি আশ্রয়কেন্দ্রে আমরা জানতে পেরেছি সেখানে শিশুদের খাবার সঙ্কট দেখা দিয়েছে। তাই আমরা সেখানেও যাব।
Discussion about this post