শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ প্রমাণিত হলেই তাকে হল থেকে বহিষ্কার করা হবে। জোরপূর্বক হলের সিট থেকে নামানো কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাধ্যক্ষ পরিষদ সমন্বিতভাবে ব্যবস্থা নেবে।
শুক্রবার (২৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভা শেষে এসব কথা জানান সমন্বিত হল আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল।
অধ্যাপক ফেরদৌসী মহল আরও বলেন, হলে কে থাকবে কে থাকবে না, কে উঠবে কে উঠবে না- সেটা হল প্রশাসন দেখবে। কোনো শিক্ষার্থী এ বিষয়ে হস্তক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। হলে বিশৃঙ্খলার দায়ে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে গত ১০ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দেওয়াসহ অবৈধভাবে সিট দখলের অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার দিনগত রাতে মারধর করে মুন্না ইসলাম নামের এক আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।
এছাড়া হলগেটে তালা ও হল প্রাধ্যক্ষদের সাথে খারাপ আচরণ করারও অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
Discussion about this post