আইসিটি আইনের মামলায় কুষ্টিয়ায় এক নকল নারী ডিসি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রী কুষ্টিয়ার জেলা প্রশাসকের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তিতে নিজের নাম ব্যবহার করে তা ফেসবুক ও মেসেঞ্জারে প্রচার করে আসছে।
সম্প্রতি কুষ্টিয়ায় করোনা নিয়ে জেলা প্রশাসকের সংবাদ বিজ্ঞপ্তি কপি করে নিজের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে প্রচার করছিলেন এক তরুণী।
বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বাদী হয়ে মীর মনিরা নামে এক তরুণীর নামে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মনিরা শহরের কোর্টপাড়া এলাকার মীর মিজানুর রহমানের মেয়ে এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আইসিটি আইনে মামলায় ওই তরুণীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discussion about this post