নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ‘খ’ ইউনিটের পরীক্ষায় প্রথম হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের নাহনুল কবির নুয়েল। ১০০ নম্বরের মধ্য ৯৬.৫ পেয়ে প্রথম হন তিনি।
ভর্তি পরীক্ষায় এমসিকিউতে বাংলা বিষয়ে পেয়েছেন ১১.৫০, ইংরেজীতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ২৪ নম্বর পেয়েছেন। তিন বিষয়ে এমসিকিউতে ৫২ নম্বরের মধ্য ৫০.৫০ পেয়েছেন। এছাড়া বাংলা বিষয়ে লিখিত পরীক্ষায় ১১.৫০, ইংরেজীতে ১৪.৫০ পেয়েছেন।
লিখিত এবং এমসিকিউ মিলে বাংলাতে পেয়েছেন ২৩ নম্বর, ইংরেজী ২৯.৫, সাধারণ জ্ঞানে পেয়েছেন ২৪ নম্বর। তিনি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় মোট ৭৬.৫ পেয়েছেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বর সহ সর্বমোট ৯৬.৫ পেয়ে এবার খ ইউনিটে প্রথম হয়েছন নুয়েল।
ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন তাবিয়া তাসনিম নামের এক শিক্ষার্থী। তিনি উচ্চ মাধ্যমিকে বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। তাবিয়া তাসনিম ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৬.২৫ নম্বর পেয়ে দ্বিতীয় মেধাক্রম অর্জন করেছেন। তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে প্রাপ্ত নম্বর ২০ ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৭৬.২৫। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৩৭০০২১১।
ভর্তি পরীক্ষায় এমসিকিউতে বাংলা বিষয়ে পেয়েছেন ১৩.৭৫, ইংরেজীতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ২১.৫০ নম্বর পেয়েছেন। এছাড়া বাংলা বিষয়ে লিখিত পরীক্ষায় ১১, ইংরেজীতে ১৫ পেয়েছেন।
ভর্তি পরীক্ষার ফলাফলে তৃতীয় স্থান অর্জন করেছেন সাবরিন আক্তার কেয়া নামে এক ভর্তিচ্ছু। তিনি মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী।
‘খ’ ইউনিটে তৃতীয় সাবরিন আক্তার কেয়া মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৭৬.২৫। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ মিলে সর্বমোট তার প্রাপ্ত নম্বর ৯৬.২৫।
Discussion about this post