নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৮, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৭ এবং চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, ফাযিল তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৮ এ অংশ নেয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৭ এ অংশ নেয়া ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৮ জন এবং চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৮ এ অংশ নেয়া ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ।
Discussion about this post