নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের সাবজেক্টগুলোতে সাইন্স, আর্টস বা কমার্সের জন্য আলাদা আলাদাভাবে সিট ভাগ করা নেই। যে ভর্তিচ্ছুর এডমিশনের স্কোর ভাল থাকবে, তিনিই আগে সাবজেক্ট পাবেন। তবে সাবজেক্টের শর্তপূরণ করতে হবে।
আইন বিভাগ: আইন বিভাগ ভর্তি হতে চাইলে বাংলা ও ইংরেজি অংশে ন্যূনতম ১৪ নম্বর করে পেতে হবে।
আইন ও ভূমি প্রশাসন: বাংলা ও ইংরেজি অংশে ন্যূনতম ১৪ নম্বর করে পেতে হবে।
অর্থনীতি বিভাগ: এইচএসসিতে গণিত ২০০ নম্বর বা অর্থনীতি ২০০ নম্বরের পঠিত হতে হবে। আর সাবজেক্টগুলোয় কমপক্ষে A- থাকতে হবে।
সমাজকর্ম বিভাগ: ৭০% আসন মানবিক শাখার জন্য বাকি ৩০% হচ্ছে বিজ্ঞান ও বাণিজ্য শাখার।
নৃবিজ্ঞান বিভাগ: ইংরেজি অংশে ন্যূনতম ১৪ নম্বর পেতে হবে। ৬০% আসন সংখ্যা বিজ্ঞান, ৩০% আসন সংখ্যা মানবিক ও ১০% বাণিজ্য শাখার জন্য।
শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট: ইংরেজি অংশে ন্যূনতম ১৪ নম্বর পেতে হবে। বিজ্ঞানে ২০টি আসন, মানবিকে ১৫টি আসন ও বাণিজ্য শাখায় ১৫টি আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে।
দর্শন বিভাগ: এইচএসসিতে ২০০ নম্বরের যুক্তিবিদ্যা সাবজেক্ট ছিল, তাদের জন্য দর্শন বিভাগে ৪০% আসন সংরক্ষিত থাকবে। বাকি ৬০% অন্য গ্রুপের ভর্তিচ্ছুদের ভর্তি করা হবে।
ইতিহাস বিভাগ: এইচএসসিতে ইতিহাস পঠিতদের জন্য ৪০টি আসন সংরক্ষিত থাকবে। বাকি ৬০টি অন্য গ্রুপের ভর্তিচ্ছুদের ভর্তি করা হবে।
ইংরেজি বিভাগ: চারটি শিফট থেকে ১০০০ জনকে আবারো ৫০ মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। পাস মার্ক ২০। MCQ ও লিখিত পরীক্ষার নম্বর দিয়ে মেধা তালিকা হবে। এই তালিকা থেকে ভর্তি করা হবে।
বাংলা বিভাগ: ৭৫% আসন মানবিকের জন্য বরাদ্দ থাকবে। ২৫% সাইন্স ও কমার্সের জন্য। ভর্তি পরীক্ষায় বাংলার ৩৫ এর ভিতর অবশ্যই ১৫ পেতে হবে।
আরবি বিভাগ: দাখিল/আলীম পাস শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। এসএসসি/এইচএসসি পর্যায়ে আরবি বিষয় থাকতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগ: দাখিল/আলীম পাস শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। এইচএসসি পর্যায়ে ইসলামিক স্টাডিজ বিষয় থাকতে হবে।
Discussion about this post