গতকাল থেকে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করলো “ন্যাশনাল ডেটা এনালিটিক্স টাস্ক ফোর্স” এর কার্যক্রম। বাংলাদেশে করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা প্রযুক্তি ও সঠিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে সরকাররকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে এই টাস্কফোর্স।
মোবাইল কল, কলসেন্টার, আইভিআর, ওয়েব অ্যাপ্লিকেশন ও অন্যান্য সকল ডিজিটাল প্রযুক্তি ব্যাবহার করে সারা দেশ থেকে যেসব তথ্য প্রতিদিন পাওয়া যাচ্ছে তা এই টাস্ক ফোর্স এর সদস্য বৃন্দ প্রযুক্তি দিয়ে বিশ্লেষণ করে সরকারকে সহায়তা করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি জানান, শুক্রবার অনলাইন বৈঠকে টাস্কফোর্স ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের কাছে কার্যক্রম সমন্বয়ের জন্য ১১টি প্রস্তাব করেছে।
বৈঠকে দুই মন্ত্রী ছাড়াও আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ছাড়াও তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিগ ডেটা গবেষণা কার্যক্রমের সাথে যুক্ত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১১ টি প্রস্তাব:
১। ন্যাশনাল ডেটা এনালিটিক্স টাস্ক ফোর্স গঠন।২। ন্যাশনাল ডেটা এনালিটিক্স টাস্ক ফোর্স এর সাথে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর এর প্রতিনিধির নিয়মিত বৈঠক আয়োজন।৩। প্রাপ্ত উচ্চ ঝুঁকি সম্পন্ন মানুষের তথ্য যাচাইয়ের এর পাশাপাশি একটি স্যাম্পল গ্রুপের করোনা ভাইরাস পরীক্ষা করা। ৪। livekoronatest.com কে ওয়েব অ্যাপ্লিকেশনের প্রাথমিক টুল হিসেবে বিবেচনা করা।৫। লকডাউন এলাকায় জিও ফেন্সিং এর মাধ্যমে ট্র্যাকিং করা। ৬। কল ভেরিফিকেসনের জন্য বেসরকারি স্বাস্থ্য ভিত্তিক আরও অংশীদারদের অংশগ্রহণ নিশ্চিত করা।৭। আরও জোরালো ভাবে টেলিমেডিসিন কে প্রাধান্য দেয়া।৮। প্রচার মাধ্যমে ফ্লু সংক্রান্ত সাধারণ ওষুধ ব্যবস্থাপনা আরও বেশী প্রচার করা।৯। Covid Tracker কে ওপেন ডেটা টুল হিসেবে corona.gov.bd তে যুক্ত করা।১০। রিসোর্স মবিলাইজেসন এর জন্য একটি উপস্থাপনা তৈরি করা যা প্রতি সপ্তাহে হালনাগাদ করতে হবে।১১। তথ্য নিরাপত্তা নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা নিতে হবে।
Discussion about this post