নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামী ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এবার ঈদে খোলা থাকবে আবাসিক হলসমূহ।
শনিবার (২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল তথ্যটি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ফেরদৌসী জানান, প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় প্রসঙ্গক্রমে হল খোলা রাখা না রাখার বিষয়টি নিয়ে আলোচনা কালে এবছর হল খোলা রাখার কথা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী ৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে একাডেমিক কার্যক্রম ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও ২২, ২৩ জুলাই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৪ জুলাই থেকে শুরু হবে একাডেমিক ক্লাস-পরীক্ষা কার্যক্রম।
Discussion about this post