শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশেসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা চলতি বছরের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট, ২০২২।
মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। ১৯৫৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। মোনাশ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলি দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য স্থানেও সরবরাহ করা হয়।
মোনাশ গ্র্যাজুয়েট স্কলারশিপ ও আরটিপি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে। এ স্কলারশিপের মূল্য ৩০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৭ লাখ টাকা।
তবে বৃত্তিটির জন্য শিক্ষার্থীদেরকে মোনাশ বিশ্ববিদ্যালয়ের একাধিক শর্ত পূরণ করতে হবে। শর্তের উপযুক্ত শিক্ষার্থীদের কেবল বৃত্তিটি দেয়া হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
* টিউশন ফি এর সম্পূর্ণ খরচ।
* শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে।
* এ স্কলারশিপের মূল্য ৩০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৭ লাখ টাকা।
আবেদনের যোগ্যতা:
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* মোনাশ বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো পূরণ করতে হবে।
* মোনাশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন কর যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।
Discussion about this post