নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামে রেজিস্ট্রেশন আগামী সোমবার (৪ জুলাই) থেকে শুরু হবে।
রোববার (৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন আগামী সোমবার থেকে শুরু হবে।
ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ফরম পূরণ করতে হবে।
Discussion about this post